তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (৬ নভেম্বর) দেশটির বুকোবা শহরের একটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। তানজানিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল তানজানিয়া ব্রডকাস্টিং করপোরেশনের (টিবিসি) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টিবিসি জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে প্রেসিশন এয়ারের ওই বিমানটিতে কতজন যাত্রী ছিলেন বা কোনো প্রাণহানি ঘটেছে কি-না, তা জানা যায়নি। তবে এখনও অনেকে নিখোঁজ থাকায়, হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
দারুস সালাম শহর থেকে ছেড়ে আসা বিমানটি ঝড় ও ভারি বৃষ্টির কারণে স্থানীয় সময় রোববার সকালে ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি ভিক্টোরিয়া হ্রদে প্রায় পুরোপুরি ডুবে গেছে। বিমানটির সবুজ-বাদামি রঙের পেছনের অংশ কেবল পানির ওপরে দৃশ্যমান।
ঘটনাস্থলে উদ্ধারকারী নৌযান মোতায়েন করা হয়েছে এবং জরুরি সেবার কর্মীরা বিমানে আটকে পড়া অন্য যাত্রীদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিবিসি। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, আমি প্রেসিশন এয়ারের বিমানের দুর্ঘটনার খবর পেয়েছি। এই মুহূর্তে আমাদের শান্ত থাকতে হবে, কারণ উদ্ধারকারীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। বুকোবা বিমানবন্দরটি আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়ার তীরে অবস্থিত। আর প্রেসিশন এয়ার তানজানিয়ার বৃহত্তম ব্যক্তি মালিকানাধীন বিমান সংস্থা।
এর আগে গত ২১ অক্টোবর রাতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ হ্যাম্পশায়ারে বাড়ির ওপর আরেকটি বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানটির সব যাত্রী নিহত হন। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের তথ্যমতে, এক ইঞ্জিনবিশিষ্ট ছোট ওই বিমানটি একটি বাড়ির ছাদের ওপর আছড়ে পড়লে আগুন ধরে যায়। তবে ভবনে থাকা পরিবারের কোনো ক্ষতি না হলেও বিমানে থাকা সবাই মারা যান।
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post