কোভিড-১৯ এ নাজেহাল সারাবিশ্ব। প্রত্যেকটি দেশ তাদের সর্বোচ্চ চেষ্টায় এই ভাইরাস মোকাবেলা করছে। ওমানও ভাইরাস মোকাবেলায় বেশ কঠোর অবস্থানে। ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে মধ্যপ্রাচ্যের শান্তিপ্রিয় এই দেশটি। কোভিড -১৯ মোকাবেলায় সরকারের কোনো সিদ্ধান্ত লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানায় সরকার। তাই বেশকিছু দিন যাবত ওমান পুলিশ দেশটির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় আজ ওমানের সোহারের একটি প্রবাসী শ্রমিকদের এপার্টমেন্টে অভিযান চালায় রয়্যাল ওমান পুলিশ।
আরও পড়ুনঃ ওমানে শ্রমিকদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে
যেই এপার্টমেন্টে সোহার সিটি কর্পোরেশনের নিয়ম ভঙ্গ করে বিল্ডিং মেটারিয়্যালস সামগ্রী রাখা হয়েছিলো। বাসার মধ্যে কন্সট্রাকশনের ষ্টোর বানানোর অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। সোহার সিটি কর্পোরেশন ও রয়্যাল ওমান পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
সোহার সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন: “সোহার সিটি কর্পোরেশন এবং রয়্যাল ওমান পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। কোভিড-১৯ মোকাবেলায় সরকারের সিদ্ধান্ত লঙ্ঘন করায় এই অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ।”
পুলিশ জানিয়েছে, ওমানে কোনো ব্যক্তি সরকারের সিদ্ধান্তের বাহিরে কাজ করলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। বর্তমান পরিস্থিতিতে এমন অভিযান চলবে। তাই সকলকে বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবেলায় সরকারের সকল সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান তারা।
https://www.youtube.com/watch?v=H320x19a9VA&t=219s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post