একটি গাছ যখন ছোট থাকে, তখন তাকে যেদিকে বাঁকা করা হয়ে, গাছটি সেদিকেই বেড়ে উঠে। ঠিক তেমনিভাবে একটি শিশুকে যেভাবে বেড়ে উঠতে দেওয়া হয়, বড় হলে তার থেকে তেমনই ফল পাওয়া যায়। আর তাই শিশু-কিশোরদের নিয়মিত মসজিদমুখী ও ইসলামী মুল্যবোধের প্রতি আগ্রহ বাড়াতে ব্যতিক্রমী কাজ করছে ঢাকা মিরপুর ডিওএইচএস-এর কেন্দ্রীয় জামে মসজিদ। যে সকল শিশু-কিশোর চল্লিশ দিন একাধারে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করেছেন এমন ২৩০ জনকে সাইকেল উপহার দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। গত ৪ নভেম্বর দ্বিতীয়বারের মতো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে ফজর ও এশার নামাজ পড়ার চ্যালেঞ্জে জয়ী শিশুরা পুরস্কার হিসেবে পেয়েছে এই সাইকেল। মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদের এই অভিনব আয়োজনে এবারই প্রথম নয় এর আগেও একই রকমের আয়োজনে সাইকেল উপহার পেয়েছিলো ৯৪ জন। তবে, আগের বারের তুলনায় দ্বিতীয়বার এসে অংশগ্রহণকারী শিশু-কিশোরের সংখ্যা বেড়েছে প্রায় ৩ গুণ।
এলাকার শিশু-কিশোরের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে ও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে মসজিদ কর্তৃপক্ষের এই আয়োজন। এ বিষয়ে মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদের খতিব হাফেজ মাওলানা মোশাররফ হোসেন বলেন, এই কাজের জন্য অভিভাবকদের অনেক অবদান। মায়েরা কষ্ট করে বাচ্চাদেরকে প্রস্তুত করে মসজিদে পাঠায়।
মসজিদ কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খোরশেদ আলম জানান, সাড়ে ৩ শ’রও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন করলেও সফলভাবে টানা ৪০ দিন জামাতে অংশ নিতে পেরেছে ২৩০ জন। মসজিদে আসার এ চ্যালেঞ্জে জয়ী শিশুরা ব্যক্তিজীবনেও নিয়মানুবর্তী হয়ে উঠবে বলে বিশ্বাস করেন তিনি। এদিকে মসজিদ কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা। তারা বলছেন, এভাবে দেশের প্রতিটি মসজিদ কমিটির বাচ্চাদের মসজিদমুখী করার উদ্যোগ নেওয়া উচিত। এতে আমাদের সন্তানরা ইসলামী মূল্যবোধের প্রতি আগ্রহী হবে।
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post