পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক ঘটনাটি ছিল জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা।
জেল হত্যার সেই দিনটি স্মরণে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে একুশে টেলিভিশন। ‘রক্তাক্ত জেল’ শিরোনামের অনুষ্ঠানটি প্রচারিত হবে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। রুশো রকিব প্রযোজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম ও জেলহত্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়।
বঙ্গবন্ধুকে হত্যার পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে পাঁচাত্তরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। দিনটি জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। একুশে টেলিভিশনের বিশেষ এই অনুষ্ঠানে ভয়াল সেই দিনটির কথা বলবেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আর আব্দুল কাহার আকন্দ শোনাবেন জেলহত্যা মামলার তদন্তকালীন অভিজ্ঞতা।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post