সৌদি আরবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ ইমান হোসেন মোল্লা নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। পহেলা নভেম্বর দেশটির স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি।
তার চাচাতো ভাই বাহার মোল্লা জানান, ইমান হোসেন মোল্লা হঠাৎ বুকে ব্যথা উঠলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান তিনি। নিহতের বাড়ী চাঁদপুর শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। সৌদি আরবের মরুভূমির উত্তপ্ত গরম, অতিরিক্ত পরিশ্রম কিংবা মানসিক চিন্তায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post