দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চাঁদপুরে হাজীগঞ্জের মোহাম্মদ হোসেন নামে এক যুবক। সোমবার (৩১ অক্টোবর) সকালে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সপ্তাহে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। মোহাম্মদ হোসেন (২৬) হাজীগঞ্জ উপজেলার বড়কূল ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মোরশেদ আলম। দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
মোহাম্মদ হোসেনের স্ত্রী তানিয়া আক্তার জানান, তার স্বামী ৫ মাস আগে দুবাইয়ে শ্রমিক হিসেবে কাজ করতে যান। গত ১ সপ্তাহ আগে বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার এক সপ্তাহ পরে সোমবার সকালে মৃত্যু হয় তার।
বাবা মফিজুল ইসলাম বলেন, ছেলেকে হারিয়েছি এখন তার লাশটা চাই। এ জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি। মোহাম্মদ হোসেন দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। স্ত্রী ছাড়াও তার একটি শিশু সন্তান রয়েছে।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post