বিমানের অনিয়মের কারণে এবার গোয়েন্দাদের নজরে রয়েছেন উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে, উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তা না পেলে নিম্নপদের কর্মীদের পক্ষে প্রশ্ন ফাঁস করা সম্ভব নয়। এ কারণে নিয়োগ কমিটির সদস্যরা গোয়েন্দাদের নজরে রয়েছেন। সম্প্রতি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশ্নফাঁসে নিয়োগ কমিটিসহ অন্য আর কারা জড়িত, সেই রহস্য উদ্ঘাটন করতে কাজ করছে গোয়েন্দা সংস্থা ও পুলিশ। ইতোমধ্যে সন্দেহভাজনদের নজরদারিতে আনা হয়েছে। পরিকল্পিতভাবে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের তথ্য পেয়েছেন গোয়েন্দারা।
এঘটনায় পলাতক আছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেনের গাড়িচালকসহ অনেকে। সূত্র জানায়, বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ইঙ্গিত পেয়ে জড়িতদের নজরদারিতে রাখে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। অনুসন্ধানে বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তথ্য পেয়েছেন গোয়েন্দারা। গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (লালবাগ) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দার একাধিক টিম ২১ অক্টোবর ধারাবাহিক অভিযান চালায়। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫ কর্মীকে গ্রেফতার করা হয়।
এরপর আরও ৪ জনসহ মোট ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে বিমানের অফিস সহায়ক আওলাদ হোসেন, জাহিদ ও জাভেদ এবং পরিচালক প্রশাসনের দফতরের অফিস সহায়ক সোবহান আছেন। গ্রেফতার এমটি অপারেটর মোহাম্মদ মাহফুজ আলম ভূঁইয়া বিমানের গাড়িচালক। গ্রেফতারকৃত আরেক এমটি অপারেটর মো. জাহাঙ্গীর আলম একসময় উপ-মহাব্যবস্থাপক (নিরাপত্তা) তাইজ ইবনে আনোয়ারের গাড়ি চালাতেন। তাইজ ইবনে আনোয়ারের বর্তমান গাড়িচালক মাসুদও গ্রেফতার হয়েছেন। গোয়েন্দারা এখন খুঁজছেন বিমানের গাড়িচালক মাহবুব আলী ও জিএম অ্যাডমিনের গাড়িচালক আব্দুল মালেকসহ কয়েকজনকে। এরমধ্যে চালক মাহবুব আলী পলাতক আছেন। এছাড়াও সন্দেহভাজনদের নজরদারিতে রেখেছেন পুলিশ ও গোয়েন্দারা।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে, নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ফেঁসে যাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি যাহিদ হোসেন। পুলিশ বলেছে, উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তা না পেলে নিম্নপদের কর্মীদের পক্ষে প্রশ্ন ফাঁস করা সম্ভব নয়। এ কারণে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেনসহ নিয়োগ কমিটির সদস্যরা গোয়েন্দাদের নজরে রয়েছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুতও হতে পারেন বিমানের এমডি।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post