দেখে মনে হবে কোনো আন্তর্জাতিক ক্রিকেট দলের খেলোয়াড়। কিন্তু বাস্তবে এরা সবাই বাংলাদেশি প্রবাসী। খেলোয়াড় হিসেবে ওমান না গেলেও বর্তমানে তারা ওমানের জাতীয় ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত খেলোয়াড়। মরুর বুকে নিজেদের পারফর্মেন্স দিয়ে ছিনিয়ে আনছেন একের পর এক বিজয়। শুক্রবার (২৮-অক্টোবর) ওমান ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগে গ্রুপ “এফ” এর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় লাভ করেছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান। বিদেশের মাটিতে এমন ধারাবাহিক জয়ে সকল খেলোয়াড়দের অভিনন্দন জানান ক্লাবের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরীর সিআইপি।
প্রতিপক্ষ বম্বে হসপিটাল প্যান্থারের সাথে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দলের অধিনায়ক মোহাম্মদ আরফাজ। নির্ধারিত ২০ ওভারে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১৫৭ রানের টার্গেট দেয় বম্ভে হসপিটাল প্যান্থার। টাইগারদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশি টাইগার দল। ২৪ বলে ৪৩ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন দলের ওপেনার সাইফুল।
খেলোয়াড়দের উৎসাহ দিতে পুরোটা সময় মাঠে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এনআরবি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি। এছাড়াও ক্লাবের আহবায়ক ও ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সিআইপি এবং ক্লাবের সদস্য সচিব শেখ ফাহাদ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা মাঠে উপস্থিত থেকে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা টিমকে উৎসাহ প্রদান করেন।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post