পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে নতুন নির্দেশনা জারী করেছে ওমানের মাস্কাট পৌরসভা। পরিবেশ, নিরাপত্তা এবং জনসাধারণের নৈতিক বিধিবিধানের জন্য নিম্নে উল্লেখিত বিষয় নাগরিক ও প্রবাসীদের মেনে চলতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সেইসাথে আগামী ১৩ নভেম্বর থেকে ক্যাম্পের জন্য ১০০ রিয়াল জামানত সাপেক্ষে ৪৮ ঘন্টা থেকে ৭ দিনের জন্য তাবু স্থাপনের অনুমতি মিলবে। ইতিমধ্যেই এ সংক্রান্ত এক সার্কুলার জারী করেছে মাস্কাট মিউনিসিপ্যালিটি। সেখানে বলা হয়েছে:
১, শুধুমাত্র পৌরসভা থেকে অনুমোদিত জায়গায় ক্যাম্পিং বা তাবু স্থাপন করা যাবে।
২, প্রতিটি ক্যাম্পে ৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
৩, সমুদ্র সৈকত থেকে কমপক্ষে ১০ মিটার দুরুত্ব রেখে ক্যাম্প করতে হবে।
৪, জেলেদের অঞ্চল এবং নিরাপত্তা নিষিদ্ধ অঞ্চল থেকে দূরে ক্যাম্প করতে হবে।
৫, আবাসিক অঞ্চল থেকে কমপক্ষে একশো মিটার দুরুত্বে ক্যাম্প করতে হবে।
এছাড়াও ক্যাম্প নিয়ে বেশকিছু আইন জারী করা হয়েছে। যার মধ্যে রয়েছে:
১, যেখানে ক্যাম্প করা হবে, তার আশেপাশে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
২, অস্বাস্থ্যকর এমন কোনো মোবাইল টয়লেট ব্যবহার করা যাবেনা।
৩, ফসল এবং বন্য গাছপালার ক্ষতি করা যাবেনা।
৪, ক্যাম্পিং সাইটে মাটির ঢিবি বা প্রাকৃতিক পরিবেশের কোনো পরিবর্তন করা যাবেনা।
৫, ময়লা ফেলা এবং বর্জ্য পোড়ানো নিষিদ্ধ।
৬, সবুজ এলাকা এবং সমুদ্র সৈকতের জমিতে আগুন বা বারবিকিউ করা যাবেনা।
৭, লাইসেন্সধারী প্রতিটি সাইটের জন্য চব্বিশ ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৮, উপরের দিকে লেজার লাইট কঠোরভাবে নিষিদ্ধ।
৯, ক্যাম্পে কংক্রিট বা অন্য কোনো বিল্ডিং উপকরণ ব্যবহার করা যাবেনা।
১০, সাইটের অন্য দর্শনার্থীদের সমস্যা হয় এমন শব্দযুক্ত জেনারেটর ব্যবহার করা যাবেনা।
১১, ক্যাম্পের ভিতর ওমানের আইনে নিষিদ্ধ এমন কোনো কাজ করা যাবেনা।
অনুমতি না নিয়ে ক্যাম্পিং করলে ২০০ রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে। সেইসাথে উপরে উল্লেখিত কোনো আইন লঙ্ঘন করলে প্রথমবারের জন্য ৫০ রিয়াল জরিমানা করার কথা বলা হয়েছে। বারবার আইন লঙ্ঘন করলে ক্যাম্প উঠিয়ে দেওয়ার মতো কঠোর হুশিয়ারি দেওয়া হয়েছে।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post