ঢাকায় সৌদি দূতাবাস থেকে বাংলাদেশিদের ভিসা জটিলতার বিষয়টি ভুল বোঝাবোঝি বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ২৬ অক্টোবর সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি আরব বর্তমানে প্রতিদিন তারা চার হাজারের মতো ভিসা দিচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি জনশক্তি এজেন্টের সংস্থা বায়রার সঙ্গে দূতাবাসের একটি সমস্যা দেখা দিয়েছে। শ্রমিকদের জন্য যে ভিসা সেটির বায়োমেট্রিক করতে সাড়ে চার ডলার খরচ করতে হবে এবং এর পুরোটাই বহন করবে চাকরিদাতা। কিন্তু আমাকে বলা হয়েছিল এটির জন্য দূতাবাসকে ৩০ ডলার দিতে হবে।
এর আগে গত সপ্তাহে বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে ইচ্ছুক কর্মীদের ভিসার জন্য পাসপোর্ট জমা নিচ্ছে নেয়নি ঢাকার সৌদি দূতাবাস। রিক্রুটিং এজেন্সির কাছ থেকে পাসপোর্ট নিয়েও ফেরত দিয়েছে দূতাবাস। এজেন্সি প্রতিনিধিদের দূতাবাসে প্রবেশ অনুমতির কার্ডও ফেরত দেয় তারা।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post