ভিসা নীতিতে বেশ পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এখন থেকে দেশটিতে প্রবেশে কোনো ভিসা লাগবেনা। কোনো ধরণের ভিসা ছাড়াই তিনমাসের জন্য ওমান ভ্রমণ করা যাবে। তবে, নতুন এই আইনটি শুধুমাত্র জিসিসি তালিকাভুক্ত দেশের নাগরিকদের জন্য। ২৫ অক্টোবর মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের ভাইস প্রেসিডেন্ট নাসের আল সাইদ আল হুবাইশি সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, উপসাগরীয় সহযোগী সংস্থা (জিসিসি) অন্তর্ভুক্ত দেশের নাগরিকদের ব্যবসা বাণিজ্যসহ সকল কাজের জন্য ওমান প্রবেশের অধিকার রয়েছে।
নতুন এই নির্দেশনা অনুযায়ী জিসিসি তালিকাভুক্ত দেশের নাগরিকরা এখন থেকে অবাধে ওমান প্রবেশের সুযোগ পাবেন। এজন্য তাদের নিজ দেশ থেকেই ওমান প্রবেশ করতে হবে ব্যাপারটি এমন নয়। ওমান বলছে, তারা চাইলে যেকোনো সময় যেকোনো দেশ থেকেই সরাসরি ওমান প্রবেশ করতে পারবেন ভিসা ব্যতীত। অর্থাৎ, নতুন এই আইন অনুযায়ী এখন থেকে জিসিসি তালিকাভুক্ত দেশের নাগরিকরা কোনো ভিসা ছাড়াই তিন মাস ওমানে অবস্থান করতে পারবেন। তবে, সকল দেশের নাগরিককে ওমানের নিয়ম-নীতি মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post