যুক্তরাষ্ট্রের এক নারীকে তার স্বামী ছুরিকাঘাত করে হাত ও পা টেপ দিয়ে বেধে জীবন্ত কবর দিয়ে দেন। কিন্তু তিনি অলৌকিকভাবে বেঁচে যান ঐ নারী। তিনি তার অ্যাপল ঘড়ি ব্যবহার করে জরুরি পরিষেবাকে ফোন করেন এবং প্রাণে বেঁচে যান। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে ঘটে।
৪২ বছর বয়সী ইয়াং সুক আন কবরে কয়েক ঘণ্টা থাকার পরে জঙ্গল এলাকা থেকে পালিয়ে যান এবং সাহায্যের জন্য অপরিচিত ব্যক্তির দরজায় উপস্থিত হন। ইয়ং এর স্বামী চে কিয়ং আন (৫৩) প্রথমে তার হাত ও পা টেপ দিয়ে বাধে। এরপর তার বুকে ছুরিকাঘাত করে এবং তাকে জীবন্ত কবর দিয়ে দেয়। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের যুদ্ধ চলছিল। তার স্বামী পেনশনের অর্থ ইয়ংয়ের হাত থেকে দূরে রাখতে চেয়েছিলেন। সম্ভাব্য এই কারণে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।
জরুরি পরিষেবার অপারেটর পুলিশকে বলেছে যে, একজন নারী জরুরি নম্বরে কল করেছিলেন কিন্তু তিনি কথা বলতে পারছিলেন না। অপারেটর সংগ্রামের আওয়াজ শুনেছিল কিন্তু কিছুক্ষণ পরে এটি সম্পূর্ণ শান্ত হয়ে যায়। ইয়ং ১৭ অক্টোবর একজন অপরিচিত ব্যক্তির বাড়িতে এসে সাহায্যের জন্য দরজায় ধাক্কা দিয়েছিলেন। পুলিশ আসার পর তিনি জানান, তার স্বামী তাকে মেরে ফেলার চেষ্টা করছে, সাহায্য করেন। ১৭ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টায় তার স্বামী চে কিয়ং আনকে গ্রেফতার করে পুলিশ।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post