রাজধানীতে চলন্ত বাসের মধ্যে দুবাই ফেরত এক প্রবাসীকে বিস্কুট খাইয়ে অচেতন করে অর্থ হাতানোর সময় হাতেনাতে গ্রেফতার হয়েছে এক অজ্ঞানপার্টির সদস্য। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে রাসেল মিয়া (২৬) নামে এক দুবাই প্রবাসীকে গুলিস্তান পীর ইয়ামেনী মার্কেটের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয়। সেখান থেকেই আটক করা হয় অভিযুক্ত ব্যক্তিকেও। অভিযুক্ত ব্যক্তি নিজের নাম মাসুদুল হক আপেল (৪৬) বলে দাবি করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম জানান, রাসেল আবুধাবি থেকে মঙ্গলবার ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখানে পরিচয় হয় অভিযুক্ত ওই ব্যক্তির সঙ্গে। এরপর তারা দুজনেই দিশারী পরিবহন নামে একটি বাসে করে গুলিস্তানের দিকে আসছিলেন। বাসের মধ্যে ওই ব্যক্তি যুবককে বিস্কুট খেতে দেন এবং নিজেও খান। এরপরই অচেতন হয়ে পড়ে রাসেল। পরে বাসযাত্রীরা টের পেয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে। এরপর গুলিস্তানে বাস থেকে নামিয়ে পরে পুলিশের খবর দেয় যাত্রীরা। তখন সেখান থেকে ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনকেই উদ্ধার করা হয়। তিনি আরও জানান, রাসেল মিয়াকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে।
পুলিশের হাতে আটক হওয়া ওই ব্যক্তি মাসুদুল হক জানান, তার বাড়ি জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলায়। থাকেন খিলক্ষেত উত্তরপাড়ায়। তিনি ওই যুবককে নেশাজাতীয় দ্রব্য মেশানো বিস্কুট খাওয়ানোর কথা স্বীকার করে জানান, বিমানবন্দর এলাকায় বাসে ওঠার আগেই রাস্তাতে একই জেলায় বাড়ি বলে পরিচয় হয় ওই যুবকের সঙ্গে। এরপর বাসে উঠে পাশাপাশি সিটে বসেন। তখন তার সঙ্গে থাকা বিস্কুট ওই যুবককেও খেতে দেন। ভুক্তভোগী রাসেল মিয়ার বাড়ি সুমানগঞ্জের দিরাই উপজেলার টংগর গ্রামে। তার বাবার নাম আবদুল ছুরত। এদিকে, এ ধরণের প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে বিদেশ ফেরত প্রবাসীদের আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। সেইসাথে বিমানবন্দর থেকে অপরিচিত গাড়ি ভাড়া করার ক্ষেত্রেও বেশ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।
এদিকে, শতভাগ নিরাপত্তার সাথে প্রবাসীদের গন্তব্যে পৌঁছে দিতে গাড়ি সেবা দিচ্ছে প্রবাসীর ট্যাক্সি লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। যেখানে চালক মালিক ও যাত্রী সকলেই প্রবাসী। দেশের সর্বনিম্ন ভাড়ায় শুধুমাত্র প্রবাসীদের জন্য মর্যাদা পূর্ণ গাড়ি সেবা দেয় উক্ত কোম্পানি। সেইসাথে বিদেশগামী ও বিদেশফেরত প্রবাসীদের জন্য ঢাকায় মাত্র ৩০০ টাকায় এসি হোটেলে থাকার ব্যবস্থা করে প্রবাসীর ট্যাক্সি। +880 1321-199022 তাদের এই হটলাইন নাম্বারে যোগাযোগ করে যেকোনো প্রবাসী গাড়ি সেবা নিতে পারেন।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post