ওমানের সুইক নামক স্থানে মোহাম্মাদ ইউনুস নামে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার দেশের বাড়ি নোয়াখালী জেলার দিলমনি ইউনিয়নের পশ্চিম এসুদিয়া গ্রামে। নিহত ইউনুস গত ১২ বছর যাবত ওমানে ছিলেন। বর্তমানে তার মরদেহ স্থানীয় হাঁসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর নামে কুয়েতে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। গত ২০ অক্টোবর কুয়েতের জাহারা অঞ্চলের মাতলা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের আলমাস আলীর ছেলে।
নিহতের সহকর্মী মোহাম্মদ নবী জানান, আলমগীর নির্মাণ কাজ চলা ওই ভবনের দেখাশোনার কাজ করতো। ঘটনার দিন সন্ধ্যায় ভবনের বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। দেশ থেকে ছুটি কাটিয়ে কিছুদিন হলো সে কুয়েতে ফিরেছে। তার একটি ছেলে সন্তান রয়েছে এবং স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। আলমগীরের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। যতদ্রুত সম্ভব মরদেহ দেশে পরিবারের কাছে পাঠানো হবে বলে জানান নিহতের চাচা মোস্তফা।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post