যে দেশে নারীদের একাকী চলা নিষিদ্ধ ছিলো, সেই দেশের এক নারী লোহিত সাগর পাড়ি দিয়ে করেছেন বিশ্ব রেকর্ড। বলছিলাম মুসলিম প্রধান দেশে সৌদি আরবের কথা। দেশটির একজন নারী সাঁতারু ও ডেন্টিস্ট মরিয়ম সালেহ বিন-লাদেন সৌদি দ্বীপ তিরান থেকে মিশরীয় রিসোর্ট শরম আল-শেখ পর্যন্ত পাড়ি দিয়ে সাঁতারে নারীদের মধ্যে বিশ্ব রেকর্ড অর্জন করেছেন। এতে তার সময় লেগেছে মাত্র চার ঘন্টা। ৯ কিলোমিটার সাগর পথ সাঁতারে তার সঙ্গী ছিলেন লুইস পুগ, যিনি একজন ব্রিটিশ দক্ষিণ আফ্রিকান ধৈর্যশীল সাঁতারু এবং সমুদ্রের জাতিসংঘের পৃষ্ঠপোষক।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মূলত জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ প্রবাল প্রাচীর সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে এ পদক্ষেপ নেন তিনি। হুমকিতে থাকা ২০টিরও বেশি প্রবাল প্রজাতিকে ইতোমধ্যে তালিকাভুক্ত করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের বিপন্ন প্রজাতি আইনের অধীনে দুইটি প্রজাতিকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ থাকলেও প্রবাল প্রাচীরগুলোর কমপক্ষে ৭০ শতাংশ কমে যাবে। আর এই অবস্থা যদি ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে ২০৭০ সালের মধ্যে বিশ্বের প্রায় সব প্রবাল প্রাচীর হারিয়ে যেতে পারে।
সাঁতার শেষ করার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীর্ঘ যাত্রার বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেন মরিয়ম। এর আগে, সিরিয়ার শরণার্থী শিশু ও তাদের দুর্ভোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সাঁতার কেটেছিলেন মরিয়ম। তিনিই প্রথম সাঁতারু, যিনি দুবাই ক্রিক এবং দুবাই ওয়াটার ক্যানেল অতিক্রম করেছিলেন, ২৪কিলোমিটার দূরত্ব সমুদ্র পথ মাত্র ৯ঘন্টা ১০ মিনিটে অতিক্রম করেছিলেন। মরিয়ম সালেহ বিনলাদেন অসংখ্য দাতব্য কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখেন।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post