সৌদি আরবে দীর্ঘদিন ‘হুরুব’ বা পলাতক কর্মীদের যেকোনো জায়গায় কাজ করতে এবং অন্যত্র কাফালা হতে সমস্যা হলেও এবার তার অবসান হয়েছে। হুরুবপ্রাপ্ত ব্যক্তিদের অন্যত্র কাফালা হওয়ার সুযোগ দিয়েছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়। ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা জানায় সৌদি কর্তৃপক্ষ। যারা হুরুব বা পলাতক রয়েছেন এখন থেকে তারা যেকোনো কপিলের কাছে বা কোম্পানিতে কাফালা হতে পারবেন। এরইমধ্যে অসংখ্যা বাংলাদেশি প্রবাসী অবৈধ হয়ে অমানবিক জীবনযাপন করছেন। হুরুব বাতিলের খরবে আশার আলো দেখিয়েছেন প্রবাসীরা।
তবে হুরুবপ্রাপ্তদের ক্ষেত্রে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় তিনটি শর্ত দিয়েছে। তা হলো- মুয়াসসাসা অথবা শরিকার কর্মী হতে হবে। বকেয়া সকল ফি নতুন কফিল বহন করবে। মক্তব আমল থেকে তলব কনফার্ম করার ১৫ দিনের মধ্যে ট্রান্সফারের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। তবে হাউজ ড্রাইভার এবং আমেল মঞ্জিল পেশায় কর্মরত শ্রমিকগণ এই সুযোগের আওতার বাইরে থাকবেন। আগের যদি কোন শ্রমিক কর্মস্থলে অনুপস্থিত থাকলেই তাকে ‘হুরুব’ বা পলাতক ঘোষণা করতো নিয়োগকর্তারা। এরপর অবৈধ হওয়ার ফলে দেশে ফিরে আসতে বাধ্য হন শ্রমিকরা।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post