চট্টগ্রামের ফটিকছড়িতে এক সৌদিপ্রবাসীর বাড়ি থেকে ১৫ হাজার ৮২০ লিটার টিসিবির চুরি হওয়া সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। ২২ অক্টোবর দুপুরে ফটিকছড়ি উপজেলার সৌদিপ্রবাসী মুহাম্মদ নেজামের বাড়ি থেকে টিসিবি’র এ পণ্যগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে ১৫ হাজার ৮২০ লিটার সয়াবিন তেল নিয়ে একটি ট্রাক সিদ্ধিরগঞ্জ থেকে ময়মনসিংহে যাচ্ছিল। পথে ট্রাকচালক ফোন বন্ধ করে দেন।
এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে ২১ অক্টোবর বিকেলে ট্রাকচালক নেজামকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ফটিকছড়িতে অভিযানে নামে পুলিশ। এ সময় সৌদিপ্রবাসী মুহাম্মদ নেজামের দোতলা বাড়ির ছয়টি কক্ষে খাটের নিচে লুকিয়ে রাখা সয়াবিন তেল উদ্ধার করা হয়। তবে ওই বাড়ির পুরুষ সদস্যরা প্রবাসী হওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post