ওমানের ইবরি নামক স্থানে গাড়ি দুর্ঘটনায় মোঃ কামাল কাজি নামে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার ২নং উত্তর চরবংশী গ্রামে। ঘটনাস্থল থেকে নিহতের ছোট ভাই আমীর কাজি প্রবাস টাইমকে বলেন, ‘শুক্রবার (২১-অক্টোবর) ইবরির আল জুবাইয়া নামক গ্রামের একটি মসজিদে সাইকেল চালিয়ে জুমার নামাজের জন্য যাচ্ছিলেন, পথিমধ্যে বিপরীতদিক থেকে দ্রুত গতির এক ওমানির গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত হয়।
তাৎক্ষনিক পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ইবরির সরকারি হাঁসপাতালের মর্গে নিয়ে যায়। আমি নামাজের পড়ে এ ঘটনা জানতে পেরে হাঁসপাতালে যেয়ে ভাইয়ের মরদেহ দেখতে পাই। এ ঘটনায় জড়িত ওমানিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ব্যাপারে রবিবার ওমানি স্পন্সর সহ আমাকে থানায় যেতে বলেছে ওমান পুলিশ।’
নিহত কামাল মাত্র ৮ মাস আগে ওমান গিয়েছিলেন ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে। তার দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে। বাবার এমন মৃত্যুর খবর পেয়ে শোঁকের ছায়া নেমে এসেছে তাদের মাথায়। পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যমকে হারিয়ে এখন দিশেহারা গোটা পরিবার। এদিকে, স্বামীর শোঁকে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী। অপরদিকে বড় ভাইকে হারিয়ে ওমানে দিশেহারা হয়ে পড়েছেন ছোট ভাই কাজি আমীর।
ওমানের মাটিতে ছায়ার মতো তাকে যিনি আগলে রাখতেন, সেই বড় ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে যেন আকাশ ভেঙ্গে পড়েছে আমিরের মাথায়। মরদেহ দেশে পাঠাবেন কীভাবে আর কিভাবে মামলা করবেন কিছুই বুঝে উঠতে পারছেননা তিনি। এমতাবস্থায় প্রবাস টাইম এর পক্ষথেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। মামলার ব্যাপারে দূতাবাসের শ্রম উইংয়ের সাথে কথা হচ্ছে এবং দ্রুত মরদেহ দেশে আনতে দূতাবাসের সাথে সার্বিক যোগাযোগ রাখছে প্রবাস টাইম।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post