ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজের তিনটি চাকা ফেটে গেছে। এতে বড় ধরণের দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পায় ফ্লাইটে থাকা ১১০ জন যাত্রী। শুক্রবার (২১ অক্টোবর) থাইল্যান্ড থেকে আসা ইউএস বাংলা এয়ারের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “থাইল্যান্ড থেকে আসা বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণের পর টায়ার ফেটে যায়।
বিমানটিতে ১১০ জন যাত্রী ছিল। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।” তিনি আরও বলেন, “এ ঘটনায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কোনো ফ্লাইটেরই দেরি হয়নি। তবে অভ্যন্তরীণ দুটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।” বিকাল সাড়ে পাঁচটার দিকে ইউএস বাংলার উড়োজাহাজটি রানওয়ে থেকে সরানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post