মালয়েশিয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৬ বাংলাদেশিসহ ৫২ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে দেশটির রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের (আরটিডি) একটি পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আরটিডির ডেপুটি ডিরেক্টর জুলকিফ্লাই ইসমাইল বলেন, আরটিডি পাইকারি বাজারে টানা দুই ঘণ্টার অভিযানে ১৬ জন বাংলাদেশি, মিয়ানমারের ২৮ জন, ইন্দোনেশিয়ার ৬ জন এবং দুইজন ভারতীয়কে গ্রেফতার করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। যাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।
তিনি আরও বলেন, ড্রাইভিং লাইসেন্স ও পণ্যবাহী গাড়ির লাইসেন্স না থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে ৮টি লরি, ১২টি ভ্যান, ২৫টি মোটরসাইকেল, ছয়টি ও সাতটি ট্রাইসাইকেলসহ ৫৮টি যান জব্দ করা হয়েছে। অন্যদিকে, বৈধ কাগজপত্র না থাকায় আটক ৫২ অভিবাসীকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post