রেমিট্যান্সে গতি ফেরাতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি ভাবে প্রবাসীদেরকে আড়াই শতাংশ প্রণোদনা দেওয়া হলেও এখন থেকে সাড়ে ৪ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা করলো সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্র্যান্সফার এসডিএন বিএইচডি, মালয়েশিয়া। ১৬ অক্টোবর রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ রেমিট্যান্স মিট-আপ ২০২২’ সেমিনারে সরকারের দেয়া আড়াই শতাংশ প্রণোদনার সঙ্গে অতিরিক্ত আরও ২ শতাংশ প্রণোদনার ঘোষণা দেন সিটি ব্যাংক লিমিটেড ও সিবিএল মানি ট্রান্সফারের চেয়ারম্যান আজিজ আল কায়সার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। এ সময় ‘সিটি রেমিট’ নামে একটি মোবাইল রেমিট্যান্স অ্যাপ উদ্বোধন করেন মো. গোলাম সারওয়ার এবং সিটি ব্যাংকের চেয়ারম্যান।
আজিজ আল কায়সার জানান, বাংলাদেশ ব্যাংকের যে আড়াই শতাংশ প্রণোদনা রয়েছে তার ওপর অতিরিক্ত আরও ২ শতাংশ প্রণোদনা আগামী ২৩ অক্টোবর থেকে প্রথম ধাপে ৩ মাসের জন্য কার্যকর করা হবে এবং ধাপে ধাপে এর সময়সীমা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। এ ছাড়া যারা ওই সময় থেকে বাংলাদেশে বৈধপথে সিবিএল মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের মাধ্যমে রেমিট্যান্স পাঠাবেন, তারা এ প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের প্রাপ্য প্রণোদনা নেয়ার ব্যবস্থা নিতে পারেন। তবে, আপাতত এই সুযোগ কেবলমাত্র মালয়েশিয়া প্রবাসীরা-ই পাবেন বলে জানা গেছে। এসময় রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রণোদনার হার বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন প্রবাসীরা। এতে বৈধ পন্থায় রেমিট্যান্স প্রবাহের গতি আরও বাড়বে বলে তারা উল্লেখ করেন।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post