ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রিয়াদ দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শতাধিক শিশু-কিশোরের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।
এ প্রতিযোগিতা উপলক্ষে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিতে হবে। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলতে হবে। শিশু-কিশোরদের জাতির পিতার সংগ্রামী জীবন, তার নীতি ও আদর্শের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post