ওমানের সুলতান হাইতাম বিন তারিকের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। মঙ্গলবার (১৮ অক্টোবর) সুলতানের রাজ প্রাসাদ আল আলম প্যালেসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পরিচয়পত্র পেশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ওমান জেনারেল টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করেছে। এসময় বাংলাদেশ ছাড়াও আলাদাভাবে সিরিয়া, সুদান, নেপাল, কেনিয়া, হাঙ্গেরি, কুয়েত, শ্রীলঙ্কা এবং রোমানিয়ার রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করেন সুলতান।
নাজমুল ইসলাম ১৫ তম বিসিএস ফরেন সার্ভিসে যোগ দিয়ে কূটনীতিক ক্যারিয়ার শুরু করেন। তিনি জেদ্দা, বেইজিংয়ে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লন্ডন ও জাকার্তায় বাংলাদেশ মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি ওমানের পূর্বে সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post