ওমানে চলছে সেনাবাহিনীর অভিযান। সোমবার (১৭-অক্টোবর) রাতে দেশটির বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল হামরিয়াতে অভিযান চালিয়েছে ওমানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামরিয়া থেকে একাধিক প্রবাসী আমাদের জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১টার দিকে ২৫ টি গাড়ি ঢুকে অভিযান শুরু করে। প্রায় ১ ঘন্টা যাবত চলে এই অভিযান। প্রবাসীরা থাকে এমন ভবনে প্রবেশ করে রুমে রুমে তল্লাশি করা হয়। প্রাথমিক পর্যায়ে রুমে যাকে পেয়েছে সবাইকে আটক করে পুলিশ, তবে পরবর্তীতে যাদের বৈধ রেসিডেন্স কার্ড ছিলো, তাদেরকে ছেঁড়ে দিয়ে বাকিদের নিয়ে যায়।
অভিযানে আর্মির সাথে পুলিশ এবং সাদা পোশাকধারীও ছিলো বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এছাড়াও গতকাল সালালাহ, নেজুয়া সহ বেশকিছু অঞ্চলে অভিযানের খবর পাওয়া গেছে। এতে চরম আতঙ্ক বিরাজ করছে অবৈধ প্রবাসীদের মাঝে। জানাগেছে, বৈধ কাগজপত্র বিহীন প্রবাসীদের গ্রেফতারে চলছে এই অভিযান। এতে নানা কারণে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। একাধিক প্রবাসী আমাদের জানিয়েছেন, বৈধভাবে ওমানে গেলেও স্পন্সরের কারণে অবৈধ হয়ে এখন চরম আতঙ্কের মাঝে আছেন। যেকোনো সময় পুলিশের হাতে গ্রেফতারের ভয়ে কেউ কেউ রাতে পাহাড়ে পালিয়ে থাকেন।
সালালাহ, নেজুয়া সহ বেশকিছু অঞ্চলে অভিযানের খবর পাওয়া গেছে। এতে চরম আতঙ্ক বিরাজ করছে অবৈধ প্রবাসীদের মাঝে।
সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে যখন একটু বিশ্রাম নিতে যাবেন, ঠিক সেই সময়ই দেখা যায় পুলিশ এসে দরজায় কড়া নাড়ছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওমান থেকে এক প্রবাসী আমাদের বলেন, “নভেম্বর মাসে ওমানের জাতীয় দিবস। আর এই দিবসের আগে প্রতি বছরই কঠোর চেকিং চলে। এমন অভিযানের মাধ্যমে অবৈধ প্রবাসীদের আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়।” এদিকে, শুধুমাত্র ওমান নয়, বর্তমানে দুবাই, সৌদি, কুয়েত ও মালয়েশিয়াতেও অভিযানের খবর পাওয়া যাচ্ছে। এতে প্রতিনিয়ত আটক হচ্ছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অবৈধ প্রবাসীরা।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post