দেশের মায়া মমতা ও আদর ভালবাসা ছেড়ে জীবিকার তাগিদে প্রবাস জীবন বেছে নিতে হয় অনেককে। এদের মধ্যে এমন অনেক প্রবাসী আছেন, যাদের কারণে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, আবার উল্টোদিকে এমন কিছু প্রবাসী আছেন, যারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার কারণে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন।
জানাগেছে, বিশ্বের বিভিন্ন দেশের আইন ভঙ্গসহ, চুরি, মাদক পাচার ও খুনের মতো অপরাধে বহু প্রবাসী শ্রমিক বর্তমানে কারাভোগ করছেন। বেসরকারি সংস্থার তথ্য মতে এই সংখ্যা ১০ হাজারের কাছাকাছি। এরমধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক আটক রয়েছেন সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। মধ্যপ্রাচ্যের নানা দেশে কারাগার অথবা ডিটেনশন সেন্টারে আটক প্রবাসী বহু বাংলাদেশি দেশে ফেরত পাঠানো হলেও এখনও আটক রয়েছেন অনেকেই। কারাগারে বন্দী থেকে পরে দেশে এসেছেন এমন শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে মূলত শ্রম আইন ভঙ্গ করার জন্য বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা বেশি আটক হন।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের কোন দেশে যাওয়ার সময় শ্রমিকের যে মালিক বা কোম্পানির সাথে কাজের চুক্তি হয়েছিল, সেই চুক্তি ভঙ্গ করে তারা আরও বেশি বেতনের জন্য অন্য কারো অধীনে কাজ করে, যাকে সবাই ফ্রি ভিসা নামে বলে থাকেন। তবে এই ফ্রি ভিসা নামক কোনো ভিসার অস্তিত্ব নেই মধ্যপ্রাচ্যের কোনো দেশে। এটি একদমই ভিসার দালাল এবং মানব পাচারকারীদের দেওয়া একটা নাম।
প্রবাসীদের গ্রেফতার হওয়ায় আরেকটি বিষয় হল, ভিটেমাটি বিক্রি করে চার-পাঁচ লাখ টাকা দিয়ে এজেন্সির মাধ্যমে মধ্যপ্রাচ্যে যেয়ে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ওই টাকা তুলতে পারেননা অনেকেই। আর একারণে বাধ্য হয়ে দেশটিতে অবৈধ হয়ে রয়ে যান এবং অন্য কোথাও কাজ নেন। তখন তারা আনডকুমেন্টেড বা অবৈধ হিসেবে বিবেচিত হন।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post