আজ সকাল থেকে শত শত কর্মী পাসপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছেন দূতাবাসের বাইরে। ভুক্তভোগীরা জানান, আজ থেকে সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা নেয়ার কথা ছিল, কিন্তু তারা নিচ্ছে না। বরং পুলিশ দিয়ে উল্টো হয়রানি করা হচ্ছে। এ নিয়ে কর্মী, রিক্রুটিং এজেন্সি এবং দূতাবাসের মধ্যে অসন্তোষ চলছে।
এদিকে রোববার (১৬ অক্টোবর) সিন্ডিকেট কিংবা বেসরকারি সার্ভিস ফার্ম শাপলা সেন্টারের মাধ্যমে নয়, সোমবার থেকে ঢাকার সৌদি দূতাবাসে বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট জমা দেয়া এবং ভিসা স্ট্যাম্পিং প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানানো হয়। সৌদি দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে বায়রা সভাপতি মো. আবুল বাসার ও নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে সৌদিগামী কর্মীদের পাসপোর্ট গ্রহণ ও ভিসা স্ট্যাম্পিংয়ের দায়িত্ব ‘শাপলা সেন্টার’ নামে একটি বেসরকারি ফার্মকে দিয়েছিল সৌদি দূতাবাস। এর প্রতিবাদে রোববার (১৬ অক্টোবর) থেকে সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দেয়া বন্ধ রাখার ঘোষণা এবং সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত কেউ পাসপোর্ট জমা দেবেন না বলে জানিয়েছিল জনশক্তি রফতানিকারকদের সংগঠন (বায়রা)।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post