মহামারী করোনাকালীন সময়ে প্রবাসীরা যতগুলো বিষয় নিয়ে চিন্তিত ছিলেন, তারমধ্যে ভিসা ও ফ্লাইটের টিকেট অন্যতম ছিলো। অনেকেই দেশে এসে আটকা পড়েছেন আবার অনেকে দেশের বাহিরে আটকা পরে আছেন। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শুক্রবার (১২ জুন) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি একথা জানান। মন্ত্রী আরো বলেন, সরকারের অনুরোধে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে তারা রাজি হয়েছে দেশগুলো।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন নাহিয়ানের সঙ্গে কথা হয়েছে। শুধু প্রবাসীদের জন্যে পাসপোর্ট দেয়া হচ্ছে। কেউ বলেছিলেন বিমানের টিকেট অগ্রিম কিনেছেন আবার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ভিসার মেয়াদ নিয়ে মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রের সাথে কথা হয়েছে। তারা বলেছে ভিসার মেয়াদ বাড়িয়ে দেবে। সেইসঙ্গে বিমানের টিকিট কিনে থাকলেও সেগুলোর ব্যবস্থা করা হবে।
পাকিস্তানের হাজার হাজার প্রবাসীকে তারা ফেরত পাঠাচ্ছেন। তবে আমি অনুরোধ করেছি, বাংলাদেশিদের ফেরত না পাঠিয়ে তাদের কৃষিকাজে লাগাতে পারেন। প্রবাসী বাংলাদেশিরা সবুজায়নে বিশেষ ভূমিকা রাখতে পারেন বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক লাখ ২৫ হাজার পাসপোর্ট প্রিন্ট করে বিদেশে পাঠানো হচ্ছে। এসব পাসপোর্ট মিশনে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে।
আরও পড়ুনঃ প্রবাসীদের প্রণোদনা বাড়িয়ে ৪ শতাংশ করার দাবী
মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বাংলাদেশ সরকারের অনুরোধের প্রেক্ষিতে তারা রাজি হয়েছেন বলে জানান তিনি। ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে। তিনি জানিয়েছেন, আমিরাত থেকে ভারতের দুই লাখ প্রবাসীকে ফেরত পাঠাচ্ছেন।
আরও দেখুনঃ ওমানে ৭০ লাখ টাকার বাইক চালাচ্ছে বাংলাদেশী নুর মুহাম্মাদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post