ব্রুনাইয়ের বর্তমান সুলতান হলেন, তৃতীয় হাসানাল বলকিয়াহ ইবনে ওমর আলি সাইফউদ্দীন। তবে গোটা বিশ্ব তাকে হাসানাল বলকিয়াহ নামেই চেনে। মালয়েশিয়া ও দক্ষিণ চীন সাগরে ঘেরা বোর্নিয়ো দ্বীপের ছোট্ট দেশ ব্রুনেইয়ের সুলতান তিনি। দেশটির প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি একাধিক মন্ত্রণালয়ের প্রধানের দায়িত্বও তার কাঁধেই। তবে সবকিছু ছাপিয়ে তার ধনসম্পদ ও ব্যতিক্রমী জীবনযাপনের কথা শুনলে অনেকেরই চোখ কপালে উঠে!
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, তিনটি বিয়ে করা ব্রুনাইয়ের সুলতানের কাছে রয়েছে ৩০টি রয়্যাল বেঙ্গল টাইগার । তার বিলাসবহুল বাসভবনের ঝাড়বাতিগুলোতে লাগানো হয়েছে প্রায় ৫২ হাজার বাল্ব। শুধু তাই নয়, ব্যতিক্রমী এই সুলতান প্রতিমাসে একবার চুল কাটেন, যাতে তিনি খরচ করেন প্রায় ১৭ লাখ টাকা।
১৯৬৭ সালের ৫ অক্টোবর ব্রুনেইয়ের সিংহাসনে বসেন ইবনে ওমর আলি সাইফউদ্দীন। দুনিয়াজুড়ে যিনি ‘হাসানাল বলকিয়াহ’ নামেই পরিচিত। নিজের বিলাসবহুল প্রাসাদের পেছনে খরচ করেছেন কোটি কোটি টাকা, আবার নিজের ব্যক্তিগত প্রাইভেট জেট বিমানটিকেও মুড়িয়েছেন খাঁটি সোনা দিয়ে। জানা যায়, এই সুলতানের গ্যারেজে রয়েছে কমপক্ষে ৭ হাজার গাড়ি।
গ্যারেজে থাকা গাড়িগুলোর মধ্যে ৩৬৫টি ফেরারি, ২৭৫টি ল্যাম্বরগিরি, ২৫৮টি অ্যাস্টন মার্টিন, ১৭২টি বুগাটি, ২৩০টি পোরশা, ৩৫০টি বেন্টলি, ৬০০টি রোলস রয়েস, ৪৪০টি মার্সিডিজ বেঞ্জ, ২৬৫টি অডি, ২৩৭টি বিএমডাব্লিউ, ২২৫টি জাগুয়ার এবং ১৮৩টি ল্যান্ড রোভার!! আর এই হাজার হাজার গাড়ি রাখার জন্য তৈরি করেছে ১১০টি গ্যারাজ।
গুঞ্জন আছে, ১৯০০ থেকে ২০০০ সালে বিশ্বজুড়ে বিক্রি হওয়া ফেরারির মোট গাড়ির অর্ধেকের বেশি কিনেছিলেন সুলতান হাসানাল বলকিয়াহ ইবনে ওমর আলি সাইফউদ্দীন। জানা যায়, গাড়ির পাশাপাশি বিমানেরও শখ রয়েছে তার। সংগ্রহে রয়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকার বোয়িং ৭৪৭ বিমান। বিমানটির বেসিন, জানলা, টেবিল সব সোনায় মোড়ানো। এছাড়া বিমানটির আসনগুলোতেও ব্যবহার করা হয়েছে পৃথিবীর সব থেকে দামি চামড়া।
এখানেই সুলতানের বিলাসিতার শেষ নয়। ১৯৮৪ সালে ২০ লাখ বর্গফুটের ইস্তানা নুরুল ইমান নামের একটি প্রাসাদ বানিয়ে গিনেস বুকে নাম লেখান সুলতান। রেকর্ড বলে, বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ এটি–ই। প্রাসাদটিতে আছে ২২টি সোনার গম্বুজ, ৫টি বিশাল সুইমিং পুল, ২৫৭টি বাথরুম এবং প্রায় ২ হাজার বড় রুম। এছাড়া প্রাসাদে রয়েছে নিজস্ব চিড়িয়াখানা। যেখানে রয়েছে ৩০টি রয়্যাল বেঙ্গল টাইগারসহ অসংখ্য বাজপাখি, কাকাতুয়াসহ অসংখ্য জীবজন্তু।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post