বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার হিসেবে খ্যাতি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। এখন শুধু শ্রম নয়, বাণিজ্যিক ভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। সাধারণ প্রবাসীরা তাদের দীর্ঘদিনের সঞ্চিত অর্থ দিয়ে গড়ে তুলছেন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। যা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিসহ প্রবাসীদের আত্ম-কর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখছে বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট।
১০ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশীর বসবাস সংযুক্ত আরব আমিরাতে। যার সিংহ ভাগই পাড়ি জমিয়েছেন শ্রমিক ভিসায়। পরাধীন চাকরির চুক্তি মিটিয়ে কেউ ফিরছেন দেশে, আবার কেউ থেকে যাচ্ছেন অন্য বেশে। দীর্ঘদিন কঠোর পরিশ্রমে অর্জিত অর্থ সঞ্চয় করে গড়ে তুলছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। অল্প পুঁজিতে এসব প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলেও স্বপ্ন বৃহৎ। স্বাধীন পেশার বেশ স্বাচ্ছন্দ্য বোধও করেন তারা। তাই তো প্রায় প্রতিদিনই যাত্রা করছে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান।
প্রবাসে নিজ দেশের প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সেবা দেয়ার পাশাপাশি অনেকে খুলে দিয়েছেন কর্মসংস্থানের দুয়ার। ফলে শুধু শ্রমিক নন, ব্যবসা বাণিজ্যে বাড়াচ্ছেন নিজেদের প্রসার। বিশেষজ্ঞদের মতে শ্রমিক ক্যাটাগরি থেকে উঠে এসে অনেকেই এখন স্বাবলম্বী নিজ ব্যবসায়। যা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিসহ প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উন্নতিতে বিশেষ ভূমিকা রাখছে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ব্যবসায়িক প্রসারে উদ্বুদ্ধ করেন স্থানীয়রাও ৷
আরো পড়ুন:
প্রবাসীদের বেতন নিয়ে পালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল
বিশ্বকাপ ঘিরে জমজমাট বাংলাদেশীদের ট্যুরিজম ব্যবসা
সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়
শ্বশুরের মৃত্যু, শোক সইতে না পেরে না ফেরার দেশে ওমান প্রবাসীর স্ত্রী
থামছেনা মানব পাচার, নিরাপদ রুট এখন মধ্যপ্রাচ্যে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post