বাংলাদেশের সমৃদ্ধশালী সাহিত্য ও সংস্কৃতি বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে বাংলাদেশ মিশন দুবাই আয়োজন করতে যাচ্ছে ৩ দিনব্যাপী বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব। এই মেলায় অংশগ্রহণ গ্রহণ করবে বাংলাদেশের ৩০ টি সৃজনশীল স্বনামধন্য প্রকাশনা সংস্থা। মেলায় স্টল সংখ্যা থাকবে প্রায় ৫০ টি। উৎসবে অংশগ্রহণ করবে ভারত-চীন সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কবি-সাহিত্যিকরা। তিন দিনব্যাপী মঞ্চে দেশি-বিদেশি একাধিক কবি-সাহিত্যিকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এতে থাকবে বাংলাদেশ ও-ভারতের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানের উদ্বোধনী দিনে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী বি এম খালিদ, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক কবি কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলা একাডেমীর মহাপরিচালক কবি নুরুল হুদা। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের জীবন বৃত্তান্তের উপর রচিত গ্রন্থের খ্যাতিমান ব্রিটিশ লেখক গ্রীমি উইলসন। ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রাজিব পান্ট।কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুচরিতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শেষ দিনে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সমাপনী বক্তব্য রাখবেন।
এদিকে আগামী ৪.৫.৬ নবেম্বর তিন দিনব্যাপী বই মেলাকে সফল করে তুলতে বাংলাদেশ কমিউনিটিকে সম্পৃক্ত করেছেন বাংলাদেশ মিশন দুবাই। ১২ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেটে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের সৌন্দর্য বজায় ও সফলতার জন্য কমিউনিটিকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এদিকে প্রতিবছর এই বই মেলার ধারাবাহিকতা বজায় বা মেলাকে স্থায়ী রূপ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই। সরকার অনুমোদন দিলে এই মেলা প্রতিবছর অনুষ্ঠিত হবে দুবাইতে।
আরো পড়ুন:
প্রবাসীদের বেতন নিয়ে পালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল
বিশ্বকাপ ঘিরে জমজমাট বাংলাদেশীদের ট্যুরিজম ব্যবসা
সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়
শ্বশুরের মৃত্যু, শোক সইতে না পেরে না ফেরার দেশে ওমান প্রবাসীর স্ত্রী
থামছেনা মানব পাচার, নিরাপদ রুট এখন মধ্যপ্রাচ্যে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post