২০১৬ সালে সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় ৬ লাখ টাকা খরচ করে দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়েছিলেন ইব্রাহিম। কিন্তু ছয় মাস না যেতেই সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। এতে হারাতে হয় ইব্রাহিমের ডান পা। এরপর দেশে পাঠিয়ে দেয়া হয় তাকে। বর্তমানে এক পা সঙ্গী করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের ২৬ বছর বয়সী যুবক ইব্রাহিম খলিল উল্লাহ। তিনি অঞ্জনগাছী গ্রামের তুফাজ্জেল মণ্ডলের ছেলে।
ইব্রাহিমের মা আনোয়ারা খাতুন বলেন, সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় নিজেদের একমাত্র সম্বল ১০ কাঠা মাঠের জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় সব স্বপ্ন শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, ‘ছেলেকে দেশে পাঠিয়ে দেয়ার পর ওই কোম্পানি কোনো ক্ষতিপূরণ দেয়নি। এখন আমাদের সংসার চালাতে কষ্ট হয়। কোনো রকম খেয়ে-পরে বেঁচে আছি।’
আনোয়ারা খাতুন বলেন, ‘কত মানুষ হেঁটে বেড়ায়, কিন্তু আমার ছেলে একটা পায়ের অভাবে ঠিকমতো হাঁটতে পারে না। এটা চোখের সামনে দেখা একটা মায়ের জন্য কতটা কষ্টের, সেটি কেবল একজন মা-ই জানেন। আমার ছেলের একটা কৃত্রিম পায়ের খুব প্রয়োজন।’ ইব্রাহিম খলিল বলেন, ‘বিদেশ থেকে ডান পা হারিয়ে দেশে ফেরার পর বেকার হয়ে পড়ি। বর্তমানে স্থানীয় বাজারে একটা পান-বিড়ির দোকান দিয়ে কোনো মতে চলছি। দোকান থেকে যা আয় হয়, তা দিয়ে সংসার চলে না।’
তিনি আরও বলেন, ‘আমার এক বছর বয়সী একটা মেয়ে আছে। ওর মুখের দিকে তাকালে খুব কষ্ট হয়। আমার পা না থাকার কারণে মেয়েকে নিয়ে কোথাও যেতে পারি না। সরকার যদি আমার একটা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিত, তাহলে অনেক উপকার হতো।’
অঞ্জনগাছী গ্রামের সাবেক মেম্বার আমান উল্লাহ আমান বলেন, দুর্ঘটনার পর ইব্রাহিমকে একটা প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়া হয়। সেখান থেকে তিন মাস পরপর ২ হাজার ২৫০ টাকা ভাতা পায়। এ দিয়ে কোনো মতে তার চলে। এখন তার একটা কৃত্রিম পা প্রয়োজন। যদি সরকার বা কোনো বেসরকারি সংস্থা তার একটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিত, তাহলে তার অনেক উপকার হতো।
আরো পড়ুন:
প্রবাসীদের বেতন নিয়ে পালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল
বিশ্বকাপ ঘিরে জমজমাট বাংলাদেশীদের ট্যুরিজম ব্যবসা
সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়
শ্বশুরের মৃত্যু, শোক সইতে না পেরে না ফেরার দেশে ওমান প্রবাসীর স্ত্রী
থামছেনা মানব পাচার, নিরাপদ রুট এখন মধ্যপ্রাচ্যে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post