রাজধানীর মৌচাক থেকে আবুল হোসেন এক ওমান প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ১২ অক্টোবর সকাল ৯টার দিকে রমনা থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
রমনা থানার উপপরিদর্শক মিজানুর রহমান মিজান জানান, খবর পেয়ে সকালে মৌচাক মোড় থেকে তাকে উদ্ধার করা হয়। তার নাম আবুল হোসেন বলে জানা গেছে। বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। ওমান প্রবাসী তিনি। বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় ফেরার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। এসময় তার কাছ থেকে আনুমানিক দেড় লাখ টাকা ও সব মালামাল খোয়া গেছে বলে জানা গেছে।
এদিকে আবুল হোসেনের সম্বন্ধী এরশাদ জানান, কয়েক মাস আগে শ্রমিক হিসেবে ওমান গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় তার হাত ভেঙে যায়। এ জন্য মঙ্গলবার রাতে তিনি দেশে ফেরেন। সকালেও তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তখন তিনি বিমান থেকে ঢাকায় নেমেছেন বলে জানিয়েছিলেন।
আরো পড়ুন:
প্রবাসীদের বেতন নিয়ে পালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল
বিশ্বকাপ ঘিরে জমজমাট বাংলাদেশীদের ট্যুরিজম ব্যবসা
সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়
শ্বশুরের মৃত্যু, শোক সইতে না পেরে না ফেরার দেশে ওমান প্রবাসীর স্ত্রী
থামছেনা মানব পাচার, নিরাপদ রুট এখন মধ্যপ্রাচ্যে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post