সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের বেতনের ৩৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন সাইফুল নামে এক প্রবাসী। তার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। অর্থ উদ্ধারে বাংলাদেশ দূতাবাসসহ দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার আবেদন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সৌদি ঠিকাদারি কোম্পানির বাংলাদেশি পরিচালক নুর মোহাম্মদ খান সোহেল।
সংবাদ সম্মেলনে নুর মোহাম্মদ জানান, তিনি কোম্পানিটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বেতনের ১ লাখ ১৭ হাজার সৌদি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকার সমপরিমাণ অর্থ সৌদি স্পন্সরের কাছ থেকে নিয়ে নিজ বাসায় রাখেন। পরে তার রুমে থাকা সাইফুল ইসলাম সেই টাকা নিয়ে পালিয়ে দেশে চলে আসেন। এ ব্যাপারে বাংলাদেশি প্রবাসী কমিউনিটি নেতাদের পরামর্শে রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার আদালতে সাইফুল ইসলামের নামে অভিযোগ দেন নুর মোহাম্মদ।
এদিকে যথা সময়ে বেতন না পেয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ৪৫ জন প্রবাসী বাংলাদেশি। এ ঘটনার পর দেশে থাকা শ্রমিকদের পরিবার ও তাদের নিত্যদিনের খরচ মিটাতে বিপাকে পড়েছেন। এদের মধ্যে অনেকে ইকামার মেয়াদ শেষ হওয়ায় অবৈধ হওয়ার আতঙ্কে রয়েছে। ভুক্তভোগীরা সাইফুল ইসলামকে আইনের আওতায় এনে তাদের কষ্টার্জিত অর্থ আদায়ে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করেছেন। এ ছাড়া বাংলাদেশি কমিউনিটির নেতারা এ ঘটনায় প্রবাসে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করে এ ধরনের কর্মকাণ্ড করায় অভিযুক্ত সাইফুলের বিচার দাবি জানান।
আরো পড়ুন:
কুরআনের একটি আয়াত বদলে দিলো জাপানি বিজ্ঞানীর জীবন
মালয়েশিয়ায় প্রবাসীকে অপহরণ: বরগুনা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ১
প্রবাসীদের জন্য সুখবর দিল ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
সৌন্দর্যের লীলাভূমি ওমানের জাবাল ইত্তিন পাহাড়
বিমানের আবর্জনার ঝুড়ি থেকে ৩০ টি স্বর্ণের বার উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post