চলতি বছরের সেপ্টেম্বরেও কমেছে রেমিট্যান্স। গত ৭ মাসের মধ্যে যা সর্বনিম্ন। তারপরও সিলেট বিভাগে এককভাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এ জেলায় আসছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র মতে, প্রবাসে বসবাসকারী এক কোটির বেশি বাংলাদেশির মধ্যে ২৫ লাখই সিলেট অঞ্চলের মানুষ। ছুটিতে কিংবা নাড়ির টানে প্রতিবছর কমপক্ষে ১০ লাখ প্রবাসী সিলেট আসেন। দেশকে ভালোবেসে অধিকাংশই ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠান তারা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে সিলেট বিভাগে ৬২৮ কোটি টাকা রেমিট্যান্স এসেছে। যার মধ্যে শুধু মৌলভীবাজার জেলাতেই এসেছে দেড়শ’কোটি টাকা। শতকরা হিসাবে এর পরিমাণ ২৪ শতাংশ। আর এককভাবে বিভাগের সবচেয়ে বেশি রেমিট্যান্সও এ জেলায় এসেছে। ২০২০-২১ অর্থবছরে মৌলভীবাজার জেলায় ৪ হাজার ২৩০ কোটির টাকা রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরে এ পরিমাণ ছিল ৪ হাজার ৪৯১ কোটি টাকা।
আরো পড়ুন:
কুরআনের একটি আয়াত বদলে দিলো জাপানি বিজ্ঞানীর জীবন
মালয়েশিয়ায় প্রবাসীকে অপহরণ: বরগুনা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ১
প্রবাসীদের জন্য সুখবর দিল ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
সৌন্দর্যের লীলাভূমি ওমানের জাবাল ইত্তিন পাহাড়
বিমানের আবর্জনার ঝুড়ি থেকে ৩০ টি স্বর্ণের বার উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post