বাবার মৃত্যুর খবর শুনে ওমান প্রবাসী আনোয়ার হোসেন দেশের পথে রওনা হন। কিন্তু আসার পথেই স্ত্রীর মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ওই প্রবাসী। ফেনীর দাগনভুঞা উপজেলায় শ্বশুর মৃত্যুর সাত ঘণ্টার মাথায় পুত্রবধূ কোহিনূর আক্তারেরও মৃত্যু হয়েছে। ৮ অক্টোবর রাতে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর আলীপুর গ্রামের বেলায়েত হোসেন বেশ কয়েক দিন আগে ডায়াবেটিস ও হৃদরোগের কারণে ফেনী ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হন। শনিবার বিকেলে পাঁচটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেলায়েত হোসেনের মৃত্যুর খবর শোনার পর পরই তার বড় ছেলে ওমান প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী কোহিনূর আক্তার বিলাপ করতে করতে অসুস্থ হয়ে পড়েন।
শ্বশুরের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেয়ার পথেই পুত্রবধূ কোহিনূরের বুকে ব্যথা ওঠে। বাড়ির লোকজন তাৎক্ষণিকভাবে তাকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৯ অক্টোবর দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে কোহিনূরের মরদেহ দাফন করা হয়।
একই পরিবারের দুই সদস্যদের হঠাৎ এমন মৃত্যু গ্রামজুড়ে চলছে শোকের মাতম।
আরো পড়ুন:
কুরআনের একটি আয়াত বদলে দিলো জাপানি বিজ্ঞানীর জীবন
মালয়েশিয়ায় প্রবাসীকে অপহরণ: বরগুনা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ১
প্রবাসীদের জন্য সুখবর দিল ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
সৌন্দর্যের লীলাভূমি ওমানের জাবাল ইত্তিন পাহাড়
বিমানের আবর্জনার ঝুড়ি থেকে ৩০ টি স্বর্ণের বার উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post