অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসী বাংলাদেশিদের পেনশন দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে ইতালির বন্দরনগরী নাপলির পালমা কাম্পানিয়ায় সফরে গিয়ে এ কথা জানান সচিব।
সচিব জানান, বর্তমান সরকার সর্বজনীন পেনশনের ব্যবস্থা করেছে, এই পেনশন তালিকায় প্রবাসী বাংলাদেশীরে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে। প্রবাসীদের বৈধ পথে আরও বেশি রেমিট্যান্স দেশে পাঠাতে সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানান তিনি।
এসময় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে দেখেন। মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, সাউথইস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এমডি জাহাঙ্গীর কবির এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
কুরআনের একটি আয়াত বদলে দিলো জাপানি বিজ্ঞানীর জীবন
মালয়েশিয়ায় প্রবাসীকে অপহরণ: বরগুনা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ১
প্রবাসীদের জন্য সুখবর দিল ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
সৌন্দর্যের লীলাভূমি ওমানের জাবাল ইত্তিন পাহাড়
বিমানের আবর্জনার ঝুড়ি থেকে ৩০ টি স্বর্ণের বার উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post