রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর দাবী জানিয়েছেন ওমানের বাংলাদেশ সোশ্যাল ক্লাব। শুক্রবার (৭ অক্টোবর) মাস্কাটে ন্যাশনাল ব্যাংক অফ ওমানের হেড অফিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে এমন দাবী জানান বক্তারা। এসময় রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরো সহজ করার দাবী জানান প্রবাসীরা। তাদের দাবী, একজন প্রবাসী যেখানে ভালো রেট পাবে, সেখান থেকেই দেশে টাকা পাঠাবে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে সরকারের উচিৎ রেমিট্যান্সে ডলারের রেট বৃদ্ধি করা। এসময় বক্তারা হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাবের তত্ববধানে এই সেমিনারের অংশীদারিত্বে ছিলো ন্যাশনাল ব্যাংক অব ওমান এবং গালফ ওভারসিজ এক্সচেঞ্জ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন মৌসুমী রহমান, গালফ এক্সচেঞ্জ এর সিইও ইফতেখারুল হাসান চৌধুরী ও ন্যাশনাল ব্যাংক অব ওমানের জেনারেল ম্যানেজার তারিক আতিক সহ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ।
আরো পড়ুন:
কুরআনের একটি আয়াত বদলে দিলো জাপানি বিজ্ঞানীর জীবন
মালয়েশিয়ায় প্রবাসীকে অপহরণ: বরগুনা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ১
প্রবাসীদের জন্য সুখবর দিল ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
সৌন্দর্যের লীলাভূমি ওমানের জাবাল ইত্তিন পাহাড়
বিমানের আবর্জনার ঝুড়ি থেকে ৩০ টি স্বর্ণের বার উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post