মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়ার অপরাধে ওবায়দুল খান নামে এক বাংলাদেশিকে তিন হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করেছেন দেশটির আদালত। ০৭ অক্টোবর মালয়েশিয়ার পেরাক রাজ্যের দায়রা আদালতের বিচারক আহমাদ কামার জামালুদ্দীন এ রায় দেন।
চার্জশিট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১১ মে দেশটির পেরাক রাজ্যের মানজুং জেলায় মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরার অপরাধে তাকে আটক করলে, কর্তব্যরত ট্রাফিক পুলিশ সার্জেন্টকে নগদ মালয়েশিয়ান পঞ্চাশ রিঙ্গিত ঘুষ প্রস্তাব করেন অভিযুক্ত ওবায়দুল খান।
যা মালয়েশিয়ার আইনে দণ্ডবিধির ২১৪ ধারা অনুযায়ী এ অপরাধের অভিযোগটিতে দোষী সাব্যস্ত হলে দুই বছরের বেশি কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এছাড়া দেশটির দুর্নীতি দমন আইন ২০০৯-এর ৪০(এ) ধারা অনুযায়ী ঘুষের টাকা সরকারের কাছে বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন।
আরো পড়ুন:
কুরআনের একটি আয়াত বদলে দিলো জাপানি বিজ্ঞানীর জীবন
মালয়েশিয়ায় প্রবাসীকে অপহরণ: বরগুনা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ১
প্রবাসীদের জন্য সুখবর দিল ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
সৌন্দর্যের লীলাভূমি ওমানের জাবাল ইত্তিন পাহাড়
বিমানের আবর্জনার ঝুড়ি থেকে ৩০ টি স্বর্ণের বার উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post