মালয়েশিয়ায় অপহরণের ১২ দিন পর প্রবাসী বাংলাদেশি সোহেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৪ বাংলাদেশিকে আটক করেছে মালয় পুলিশ। আটককৃতদের মধ্যে মামুন শিকদার ও আলমগীর নামে দু’জন ব্যক্তির নাম প্রকাশ করা হলেও তদন্তের স্বার্থে বাকি দুজনের নাম এখনো প্রকাশ করেনি পুলিশ। বৃহস্পতিবার তামিং জায়া ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানার পেছনের জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে স্থানীয় কাজাং থানা পুলিশ। সোহেল মিয়া টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দক্ষিণ ধলাপাড়া গ্রামের মরহুম আহমেদ মিয়ার ছেলে।
কাজাং পুলিশের সহকারী কমিশনার মোঃ. জাহিদ হাসান বলেন, ৩০ সেপ্টেম্বর মৃত সোহেলের মামা বাদি হয়ে থানায় একটি নিখোঁজ হওয়ার মামলা করে। মামলার তদন্তে জানা যায়, সোহেল নিখোঁজ হওয়ার রাতে অন্য নম্বর থেকে তার মায়ের ফোনে কল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দেওয়ার দুইদিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়। কিন্ত দুইদিন পরও কোনো খোঁজ না পাওয়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ায় মামলা করে সোহেলের পরিবার। মালয়েশিয়ার ফোন নম্বর ও পাঁচ লাখ টাকা পাঠানোর সূত্র ধরে এগোতে থাকে পুলিশ।
এ ঘটনায় ৫ অক্টোবর বেরানাং ও পরেরদিন সেমিনি থেকে চার বাংলাদেশিকে আটক করে মালয় পুলিশ। আটককৃতদের রিমান্ডে নিলে তামিং জায়ার ১০ নং সড়কের ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর ঝোপের মধ্য থেকে সোহেল মিয়ার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ৭ অক্টোবর সকালে নিহত সোহেল মিয়ার মামা মিজানুর সেরডাং হাসপাতালে থাকা মরদেহ শনাক্ত করে। বর্তমানে ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এর আগে ৪ অক্টোবর মুক্তিপণের পাঁচ লাখ টাকাসহ বরগুনা থেকে নাসির উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন র্যাব।
আরো পড়ুন:
কুরআনের একটি আয়াত বদলে দিলো জাপানি বিজ্ঞানীর জীবন
মালয়েশিয়ায় প্রবাসীকে অপহরণ: বরগুনা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ১
প্রবাসীদের জন্য সুখবর দিল ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
সৌন্দর্যের লীলাভূমি ওমানের জাবাল ইত্তিন পাহাড়
বিমানের আবর্জনার ঝুড়ি থেকে ৩০ টি স্বর্ণের বার উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post