প্রথমবারের মত স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে সালতানাত অফ ওমান। ইতিমধ্যে কক্ষ পথে স্থাপন করা হয়েছে ‘অরবিট স্যাটেলাইট’। যুক্তরাজ্যের কর্নওয়ালের নিউকয়ে কক্ষপথ থেকে চলতি বছরের শেষ দিকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবে স্যাটেলাইটটি। ৪ অক্টোবর এ কথা জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের ভার্জিনিয়ার পূর্ব উপকূলে নাসার ওয়ালোপস ফ্লাইট ফ্যাসিলিটির মিড আটলান্টিক রিজিওনাল স্পেসপোর্ট থেকে উৎক্ষেপণ করা হবে। অরবিট স্যাটেলাইট প্রোগ্রামের আওতায় ওমানভিত্তিক উদীয়মান প্রযুক্তি সংস্থা ‘ইটিসিও’ স্যাটেলাইটি তৈরি করে।
ইটিসিও প্রদান নির্বাহী কর্মকর্তা জানান, এবছর মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ভিশন ২০৪০ পরিকল্পনার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অন্তর্ভুক্ত হবে। এ স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে বিরামহীনভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং পৃথিবীর বাইরে ও মহাকাশে ঘটতে থাকা খুঁটিনাটি তথ্য সম্পর্কে পৃথিবীর বিজ্ঞানীদের অবগত করবে।
পৃথিবীর আবহাওয়া, বায়ুমণ্ডল, ও প্রতিটা ভৌগোলিক তথ্য ছবি আকারে বিজ্ঞানীদের পাঠাবে। স্যাটেলাইটটি পৃথিবীর মহাসমুদ্র থেকে শুরু করে গভীর খাত সমস্ত কিছুরই রাডার ইমেজ ক্যাপচার করতে সক্ষম এবং টিভি সিগন্যাল, রেডিও সিগন্যাল থেকে শুরু করে মোবাইল সিগন্যালের পাশাপাশি নিউক্লিয়ার মনিটরিং করতেও সক্ষম হবে ওমানের এই স্যাটেলাইট।
আরো পড়ুন:
ওমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ব্রুসেলোসিস’, দেশজুড়ে আতঙ্ক
দক্ষতা যাচাইয়ে সৌদি-বাংলাদেশ চুক্তি সই
বিকল্প পদ্ধতিতে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া
কালের সাক্ষী সুলতান সুলেমান আমলের মসজিদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post