বাবা হারানোর কষ্ট নিয়ে এসএসসি পরীক্ষা দিতে বসেছিলো সৌদি প্রবাসীর ছেলে পারভেজ। পরীক্ষা শেষ হতে চলেছে। কিন্তু বাবার লাশ এখনো দেশে আসেনি। সৌদি আরবের এক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে তার বাবার লাশ। কবে লাশ দেশে আসবে, তা–ও জানেন না প্রশাসনের কর্মকর্তারা।
পারভেজ আলম নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া গ্রামের হারুণ অর রশিদের ছেলে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, হারুণ ১৫ বছর ধরে সৌদি আরবে থাকেন। গত ২৫ আগস্ট সৌদি আরব থেকে এক ব্যক্তি তাকে ফোন করে তার বাবার মৃত্যুর খবর দেন। এরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অনেক চেষ্টার পরও বাবার নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার।
পারভেজ বলে, বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের প্রতিনিধি ফয়সাল আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। তার বরাত দিয়ে পারভেজ আলম জানান, তার বাবা মারা গেছেন, এটা মোটামুটি নিশ্চিত।
সৌদির আবকিক থানা সূত্রে জানা গেছে, হারুণ অগ্নি দুর্ঘটনায় মারা গেছেন। লাশ আবকিক জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা আছে। দুর্ঘটনাজনিত মৃত্যু হওয়ায় ফাইল ব্যুরো অন ইনভেস্টিগেশন অফিসে আছে। থানায় ফাইল পৌঁছালে লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবার শোকাহত। এখন তাদের একমাত্র চাওয়া, হারুণের লাশটা দেশে আসুক।
পারভেজ আলম বলে, ‘আমরা শুরুতে বাবার ফোন বন্ধ পাই। পরে অচেনা নম্বর থেকে বাবার মৃত্যুর খবর দেওয়া হয়। সংবাদ সম্মেলন করে ঘটনাটি আমরা সংবাদ মাধ্যমকে জানাই। খবর প্রকাশের দিনই জেলা প্রশাসক বাবার খোঁজখবর নেন। তিনি ফোন করে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আমরা তার কাছে বাবার লাশ ফেরতের জন্য আকুতি জানিয়েছি। তিনি চেষ্টা করবেন বলে জানিয়েছেন।’
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় সেখানকার আইন অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত তারা লাশ ফেরত পাঠানোর ব্যবস্থা করতে পারছে না। আইনি প্রক্রিয়া শেষ হলে লাশ দেশে ফেরত পাঠানো হবে।
আরো পড়ুন:
ওমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ব্রুসেলোসিস’, দেশজুড়ে আতঙ্ক
দক্ষতা যাচাইয়ে সৌদি-বাংলাদেশ চুক্তি সই
বিকল্প পদ্ধতিতে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া
কালের সাক্ষী সুলতান সুলেমান আমলের মসজিদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post