ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো, সোহেল নামে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোহেলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাউশিয়া গ্রামে। তার বাবার নাম জয়নাল আবেদিন। ওমান থেকে স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, ২ অক্টোবর তার নিজস্ব পোল্ট্রি ফার্মে ইলেকট্রিক মোটরের কাজ করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মৃত্যুর মাত্র ৯ দিন আগে তার পরিবারকে ওমানে নিয়ে এসেছিলেন। বর্তমানে তার স্ত্রী ও ছোট দুই সন্তান ওমানে রয়েছেন। সোহেল ওমানে প্রায় ১৪ বছর যাবত বসবাস করছেন। দেশটির বারকা শহরে তার নিজস্ব পোল্ট্রি ফার্ম ছিলো। বর্তমানে তার মরদেহ রুস্তাক হসপিটালের মর্গে রয়েছে।
এদিকে, হৃদরোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের জেদ্দায় মুহাম্মদ বেলাল উদ্দিন নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। গত পহেলা অক্টোবর দেশটির জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা যায়, বেলাল উদ্দিন সৌদি আরবের একটি কোম্পানির গাড়ীর ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুর ৪ দিন আগে বুকের ব্যথা অনুভব করলে নিজেই জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি হন।
পরিবার গত ৪ দিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে ইকামা চেক করে জানতে পারেন তিনি আব্দুল আজিজ হাসপাতালে মারা গেছেন। জেদ্দা প্রবাসী মুহাম্মদ বেলাল উদ্দিন চট্টগ্রামের লোহাগড়া উপজেলাধীন চরম্বা ইউনিয়নের জানমোহাম্মদ পাড়ার বাসিন্দা। তিনি সাবেক ইউপি মেম্বার কবির আহমদের ছেলে।
আরো পড়ুন:
ওমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ব্রুসেলোসিস’, দেশজুড়ে আতঙ্ক
দক্ষতা যাচাইয়ে সৌদি-বাংলাদেশ চুক্তি সই
বিকল্প পদ্ধতিতে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া
কালের সাক্ষী সুলতান সুলেমান আমলের মসজিদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post