হৃদরোগে আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে হ্নদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
এর একমাসে আগে সৌদি আরব থেকে দেশে ছুটিতে আসেন আনোয়ার। মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়ে রেখে যান । জেদ্দা প্রবাসী আনোয়ার হোসেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়নের এশাতুল উলুম মাদ্রাসা এলাকার বাসিন্দা।
অন্যদিকে, সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ হজ পালন করতে গিয়ে রওশন আরা নামের এক বাংলাদেশি হজযাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সম্প্রতি মক্কা নগরীর মিসফালার একটি হোটেল থেকে রওশন আরা বের হয়ে আর ফিরে আসেননি। বিষয়টি নিশ্চিত করেন রওশন আরার স্বামী শাহ জালাল।
তিনি বলেন, ‘ এ সপ্তাহ পার হয়ে গেলেও এখনো আমার স্ত্রীর কোনো সন্ধান পাচ্ছি না। আমি সবার কাছে দোয়া চাই। যদি কেউ আমার স্ত্রীর সন্ধান পান তাহলে ০৫৭৬২৬৯৫৩১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে, সকল প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি।
আরো পড়ুন:
ওমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ব্রুসেলোসিস’, দেশজুড়ে আতঙ্ক
দক্ষতা যাচাইয়ে সৌদি-বাংলাদেশ চুক্তি সই
বিকল্প পদ্ধতিতে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া
কালের সাক্ষী সুলতান সুলেমান আমলের মসজিদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post