মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও আরব আমিরাতের মধ্যে ১৬ টি সমঝোতা চুক্তি সই হয়েছে। ২৮ সেপ্টেম্বর ওমানের রাজ প্রাসাদ আল আলম প্যালেসে সুলতান হাইথাম বিন তারেক ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় এসব চুক্তি হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, দুই দেশের আলোচনার বিষয়গুলোর মধ্যে শীর্ষে ছিল, জ্বালানি, লজিস্টিক ক্ষেত্রে সহযোগিতা, সামুদ্রিক পথের ব্যবসার প্রসার ঘটানো, শিল্প ক্ষেত্রে সহযোগিতা ও বিনিয়োগ।
সেইসাথে ওমানের সাথে আমিরাতের রেল যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে। সোহার থেকে আবুধাবিতে রেলওয়ে নেটওয়ার্ক বাস্তবায়ন ও পরিচালনা করার জন্য ওমান রেল এবং আমিরাতের ইতিহাদ রেলের মধ্যে একটি যৌথ কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে। এই যাত্রীবাহী ট্রেনটি ঘন্টায় দুইশত কিলোমিটার গতিতে আবুধাবি থেকে সোহারে ১০০ মিনিটের মধ্যে পৌঁছাবে। সেইসাথে মালবাহী ট্রেন ঘন্টায় ১২০ কিলোমিটার গতিতে সোহার থেকে ছেঁড়ে আল আইনে পৌছবে ৪৭ মিনিটে। এর মাধ্যমে দুই দেশের ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নয়ন ঘটবে।
এছাড়া সই হওয়া স্মারক এর মধ্যে রয়েছে, দুই দেশ সাংস্কৃতিক ও যুবকদের কর্মপ্রশিক্ষণ, কৃষি পশুসম্পদ ও মৎস্য সম্পদ, খাদ্য নিরাপত্তা, উচ্চ শিক্ষার গবেষণা, তথ্য আদান প্রদান, অর্থ পাচার রোধ এবং দুদেশের মধ্যে রেল যোগাযোগ স্থাপন করা। এর আগে দুদেশের রাষ্ট্রপ্রধান একে অপরকে স্মারক উপহার বিনিময় করেন। এসময় সুলতান শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ওমানের সবচেয়ে বড় সম্মাননা “আল সাইদ অর্ডার” প্রদান করেন। দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এসময় দুদেশের সরকারের উচ্চপদস্থ ও মন্ত্রীপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
আকর্ষণীয় বেতনে প্রবাসীর ট্যাক্সিতে চাকরির সুযোগ!
কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম
অপপ্রচারের জবাব দিতে প্রবাসীদের পাশে চান প্রধানমন্ত্রী
ফ্রি ভিসায় সৌদি যেয়ে মিলছে না কাজ, বিপাকে নতুন প্রবাসীরা
ওমানে প্রবাসী ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post