মালয়েশিয়া বহুতল ভবন ধসে এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। ২৭ সেপ্টেম্বর ভোরে দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান আমপাংয়ে নির্মাণাধীন অক্সলে টাওয়ারের ৫১ তলায় ধসে পড়া কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে তার মরদেহ পাওয়া যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম পাওয়া যায়নি।
কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন সেন্টারের সিনিয়র অপারেশন কমান্ডার নুরুল আধা আব্দুল মজিদ বলেন, স্থানীয় সময় রাত সাড়ে ১২ টার দিকে ভবনটির ৫১ তলায় ধসে পড়া কংক্রিটের নিচে একজন নির্মাণ শ্রমিকের মরদেহে পাওয়া যায়। কংক্রিট কেটে সকাল ৭টা ২১ মিনিটে ধ্বংসস্তূপের নিচ থেকে শ্রমিকের মরদেহ বের করা হয়। ৩৫ বছর বয়সী এ শ্রমিককে ঘটনাস্থলে মেডিকেল টিম মৃত ঘোষণা করে। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো পড়ুন:
আকর্ষণীয় বেতনে প্রবাসীর ট্যাক্সিতে চাকরির সুযোগ!
কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম
অপপ্রচারের জবাব দিতে প্রবাসীদের পাশে চান প্রধানমন্ত্রী
ফ্রি ভিসায় সৌদি যেয়ে মিলছে না কাজ, বিপাকে নতুন প্রবাসীরা
ওমানে প্রবাসী ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post