বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় ‘চোখ ওঠা’ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জানা যায়, গরম ও বর্ষায় এই রোগের প্রকোপ লক্ষণীয় হারে বাড়ে। রোগটি বেশ ছোঁয়াচে, ফলে এটা দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। গত কয়েকদিনের মধ্যে অনেক যাত্রীকে বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছে চোখ ওঠা রোগে আক্রান্ত হওয়ার কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনও নিষেধাজ্ঞা না থাকায় শর্তসাপেক্ষে এ রোগে আক্রান্ত যাত্রীদের বিদেশ যাত্রার জন্য ‘ফিট ফর ফ্লাইট’ সার্টিফিকেট দেবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ। তবে অন্য যাত্রীদের সংক্রমণের ঝুঁকি বিবেচনা করে এ রোগে আক্রান্তদের ভ্রমণের অনুমতি দেয়নি বেশির ভাগ এয়ারলাইনস। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে এয়ারলাইনগুলোর সঙ্গে সম্প্রতি বৈঠক করে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।
এ রোগে আক্রান্ত যাত্রীদের বিদেশ যাত্রার জন্য ‘ফিট ফর ফ্লাইট’ সার্টিফিকেট দেবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, এ রোগে আক্রান্ত কেউ বিদেশ যেতে বিমানবন্দরে আসলে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে। যাত্রী আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়েছেন, সঙ্গে ওষুধ আছে, চোখের অবস্থা দেখে এরপর তাকে ‘ফিট ফর ফ্লাইট’ সার্টিফিকেট দেওয়া হবে। কেউ চিকিৎসা না নিয়ে শুধু প্রেসক্রিপশন তৈরি করে নিয়ে আসলে এবং তার চোখের অবস্থা ভালো না হলে ‘ফিট ফর ফ্লাইট’ সার্টিফিকেট দেওয়া হবে না। এসময় যারা বিদেশ যাবেন, তাদের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
আকর্ষণীয় বেতনে প্রবাসীর ট্যাক্সিতে চাকরির সুযোগ!
কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম
অপপ্রচারের জবাব দিতে প্রবাসীদের পাশে চান প্রধানমন্ত্রী
ফ্রি ভিসায় সৌদি যেয়ে মিলছে না কাজ, বিপাকে নতুন প্রবাসীরা
ওমানে প্রবাসী ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post