ওমানে কোভিড -১৯ সম্পর্কিত সুপ্রিম কমিটি আজ সপ্তাহের শেষ বৈঠক করছে।বৈঠকে অংশ নিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাঈদী। ওমানের পরিবহনমন্ত্রী ডঃ আহমেদ বিন মোহাম্মদ আল ফুটাইসি, পর্যটনমন্ত্রী আহমেদ বিন নাসের আল মাহরিজি, ধোফার পৌরসভার চেয়ারম্যান ডঃ আহমদ বিন মহসেন আল গাসানী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ-নজরদারি ও নিয়ন্ত্রণের মহাপরিচালক ডাঃ সাইফ বিন সেলিম আল আব্রি।
সুপ্রিম কমিটির সদস্যদের করোনাভাইরাস মহামারী সম্পর্কে আলোচনার জন্য দশম সংবাদ সম্মেলনে সর্বশেষ লাইভ আপডেট নিম্নে তুলে ধরা হলো:
১. স্বাস্থ্যমন্ত্রী: আগামী শনিবার থেকে ৩ জুলাই পর্যন্ত দুকুম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২.স্বাস্থ্যমন্ত্রী: ভাইরাসে সংক্রামিতদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে ১৪৭টি বেড রয়েছে। এই সংখ্যাটি বাড়ানো যেতে পারে।
৩. স্বাস্থ্যমন্ত্রী: করোনাভাইরাসে আক্রান্ত ২৩২ স্বাস্থ্যকর্মী।
৪. স্বাস্থ্যমন্ত্রী: বিমান ও বিমানবন্দর পরিচালনার জন্য সমস্ত প্রয়োজনীয়তা ও প্রোটোকল সম্পন্ন করা হয়েছে।
৫. স্বাস্থ্য মন্ত্রণালয়: দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ১০৬৭ জন।
৬. পর্যটন মন্ত্রী: পর্যটক ভিসার মেয়াদ যাদের পহেলা মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত রয়েছে তাদের ভিসার মেয়াদ আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হবে।
৭. পর্যটন মন্ত্রী: পর্যটন সংস্থাগুলির পর্যটন খাতে ৪ শতাংশ ফি স্থগিত করা হয়েছে।
৮. স্বাস্থ্যমন্ত্রী: আজ অবধি করোনাভাইরাসের চিকিৎসার জন্য বিশেষ কোনও ওষুধ তৈরি হয়নি।
৯. স্বাস্থ্যমন্ত্রী: ধোফার বন্ধ করার সময় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ধোফারে প্রবেশ বা বের হওয়ার অনুমতি দেওয়া হবে না।
১০.পরিবহণ মন্ত্রী: আমরা সংযুক্ত আরব আমিরাতের সাথে স্থল বন্দর কবে নাগাদ খোলা যেতে পারে সেই বিষয়ে কিছুদিনের মধ্যেই একটি সিদ্ধান্ত জানানো হবে।
১১. ডাঃ সাইফ আল আব্রি: সরকারের নির্দেশনা না মানার কারণে ও সুরক্ষা ব্যবস্থা ভালোভাবে না মেনে দেশে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুনঃ ওমানের টুরিস্ট ভিসার মেয়াদ বাড়লো
১২. ধোফার পৌরসভার প্রধান: ধোফার বন্ধের সিদ্ধান্ত দেশটির যোগাযোগ ব্যবস্থা ঠিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে ধোফারে বিপুল সংখ্যক পর্যটকদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
১৩. স্বাস্থ্যমন্ত্রী: আমরা এখনও আস্থা রাখি যে করোনা পরিস্থিতিতে অতিদ্রুত আমরা একটি ইতিবাচক ফলাফল পাবো। সুত্রঃ ওমান অবজারভার
আরও দেখুনঃ ওমানে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ কেনো?
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post