ওমানে আল সিব নামক শহরের একটি প্রবাসী লেবার ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদক জব্দ করেছে দেশটির কাস্টমস বিভাগ। আজ ওমান কাস্টমসের অনলাইনে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে: “আল সিবের প্রবাসী কর্মীদের একটি সাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অ্যালকোহলযুক্ত পানীয় জব্দ করে তদন্ত ও ঝুঁকি মূল্যায়ন বিভাগ।
এদিকে, ওমানে বিভিন্ন জায়গায় চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। ২৪ সেপ্টেম্বর আল বাতিনা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আটককৃত ঐ ব্যক্তি বিভিন্ন পেশায় কাজ করতো। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যেতো। আল বাতিনা শহর একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যানবাহন, মাছ ধরার নৌকা এবং নির্মাণাধীন ভবনে চুরিসহ মোট ১২ টি অভিযোগ রয়েছে। তবে তার নাম-পরিচয় কিছুই জানায়নি কর্তৃপক্ষ।
এদিকে, দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির জাতীয় জাদুঘর। আজ টাইমস অফ ওমানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১০ থেকে দুপুর ১২ পর্যন্ত দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় জাদুঘর। এ সময়ে জাদুঘরের সমস্ত গ্যালারি ও নিদর্শন দর্শনার্থীদের পরিদর্শনের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post