বাংলাদেশের বহুল প্রত্যাশিত শ্রম বাজার মালয়েশিয়া। দেশটিতে আগামী তিন বছরের ১০ লক্ষাধিক কর্মী যাওয়ার কথা বাংলাদেশ থেকে। নানা নাটকীয়তার পর গেলো মাস থেকে কর্মী যাওয়াও শুরু করেছে দেশটিতে। তবে কর্মী প্রেরণে সরকার-নির্ধারিত খরচ ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হলেও কর্মীপ্রতি খরচ হচ্ছে তিন থেকে সাড়ে চার লাখ টাকা। অর্থাৎ, নির্ধারিত খরচের ৪ গুণ পর্যন্ত অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে কর্মীদের। সিন্ডিকেটের কারণেই বেড়েছে অভিবাসন খরচ এমনটি জানিয়েছেন বায়রার এক সিনিয়র নেতা। নাম গোপন রাখা সাপেক্ষে উক্ত নেতা বলেন, এই সিন্ডিকেটের সাথে অনেক রাঘববোয়াল জড়িত। ক্ষোভ প্রকাশ করে উক্ত নেতা আরো বলেন, ‘সরকারের পক্ষথেকে খরচ নির্ধারণ করে দিলেও এটি বাস্তবায়নে কোন নজরদারি নেই।’
এদিকে অতিরিক্ত খরচে মালয়েশিয়া গেলেও ক্যামেরার সামনে মুখ খুলছেননা প্রবাসীরা। কিশোরগঞ্জ থেকে এক কর্মী প্রবাস টাইমকে বলেন, “আমি গ্রিন ল্যান্ড এজেন্সির মাধ্যমে সাড়ে চার লাখ চুক্তিতে মালয়েশিয়া যাচ্ছি। তারা আমাকে এয়ারপোর্টের কার্গোতে কাজ দেওয়ার কথা বলেছে। তবে টাকার অংকের কথা কাউকে বলতে নিষেধাজ্ঞা দেওয়া আছে।’
এতদিন বাংলাদেশের নির্দিষ্ট ২৫টি রিক্রুটিং এজেন্সি ও ২৫০ সাব-এজেন্ট মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমতি পেয়েছিলো। তবে, এবার যুক্ত হতে যাচ্ছে আরো ৭৫ এজেন্সি। এরইমধ্যে সর্বমোট ৭৫ টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। ২২ সেপ্টেম্বর মালয়েশিয়া মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এই তথ্য জানিয়েছেন।
তবে গতি নেই কর্মী সংস্থানে, এক মাসে যেতে পারেনি ১ হাজার কর্মীও। দেশটিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে জড়িতরা বলছেন, দূতাবাস থেকে চাহিদা পত্রে সত্তায়নে বিলম্ব হচ্ছে। সেইসাথে, বর্তমানে যারা মালয়েশিয়া শ্রমিক পাঠাচ্ছেন, এদের অধিকাংশই নতুন। এইসব বিভিন্ন কারণে কর্মী যাওয়ায় গতি আসছেনা। এদিকে, বৃহস্পতিবার মালয়েশিয়ায় কর্মী প্রেরণে গতি বাড়াতে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান।
সংশ্লিষ্টরা বলছেন, চিহ্নিত রিক্রুটিং এজেন্সির মালিকরা মন্ত্রণালয়ের কোনো নিয়মনীতি না মেনেই তাদের ইচ্ছেমতো কর্মীদের স্বাস্থ্যপরীক্ষা করাচ্ছেন। এর বিনিময়ে তারা অবৈধভাবে লাখ লাখ টাকা অসহায় কর্মীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন। আদায় করছেন সরকার নির্ধারিত অর্থের চেয়ে কয়েকগুণ বেশি। সরকারের পক্ষথেকে কঠোরভাবে মনিটরিং না করলে এতে চরম অনিয়মের আশঙ্কা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post