আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। আজ থেকে শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। আর এ ম্যাচ শুরুর আগে সুসংবাদ পেলেন সমর্থকেরা। সিরিজের দুটো ম্যাচই বিনামূল্যে মাঠে বসে দেখতে পারবেন দর্শকরা।
এমন সিদ্ধান্ত নিয়েছে সিরিজের আয়োজক এমিরেটস ক্রিকেট বোর্ড। দুই দলের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায় এবং ২৭ সেপ্টেম্বর একই সময়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। দুই ম্যাচেরই ভেন্যু দুবাই ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ সময় অনুযায়ী রাত আটটায় শুরু হবে ম্যাচ দুটি।
আগামী মাসের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানসহ একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে তারা। সেসবের আগে ক্রিকেটারদের প্রস্তুতির জন্য বিসিবির বাড়তি এই আয়োজন।
বাংলাদেশ দল:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post